Friday, August 2nd, 2019




আজ বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আশ্চার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের ১৫৮তম জন্ম বার্ক্ষিকী

মোঃ শাহরিয়ার কবির পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আজ ২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের ১৫৮তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ ও উপজেলা প্রশাসন এবং রাড়ুলী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।কর্মসূচীর মধ্যে রয়েছে,খুলনা জেলা প্রশাসনের পক্ষথেকে নানা কর্মসূচী আয়োজন।কর্মসূচীর মধ্যে রয়েছে, বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি জনাবঃ আলহাজ্ব আকতারুজ্জামান বাবু (এমপি) মাননীয় জাতীয় সংসদ সদস্য, খুলনা -৬ বিশেষ অতিথি জনাব: এস এম শফিউল্লাহ পুলিশ সুপার,খুলনা। জনাব: গাজী মোহাম্মদ আলী চেয়ারম্যান,উপজেলা পরিষদ, পাইকগাছা। জনাব : সেলিম জাহাঙ্গীর মেয়র, পাইকগাছা পৌরসভা,খুলনা। জনাব: শেখ শাহদাৎ হোসেন বাচ্ছু বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি আচর্য পিসি রায় স্মৃতি সংরক্ষণ পরিষদ সভাপতি জনাব:মোহাম্মদ হেলাল হোসেন জেলা প্রশাসক,খুলনা। স্বাগত বক্তব্য: জনাব জুলিয়া সুকায়না উপজেলা নির্বহী অফিসার পাইকগাছা খুলনা।

উল্লেখ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায় ১৮৬১ সালের ২ আগষ্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ তীরের রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা হরিশ্চন্দ্র রায় চৌধুরী ও মাতা ভূবন মোহিনী দেবী।তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ,শিল্পপতী,রসায়নবিদ, সমাজসেবক,সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ।তিনি কলিকাতার মানিক তলায় ৮শ টাকা পুজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ঔষধ শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন।বর্তমানে ঐ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা প্রশাখায় লাখো কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে।পিসি রায় দেশের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান,কাপড়ের মিল ও জন্মভূমি রাড়ুলীতে একমাত্র সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন।

একাধারে তিনি ২০ বছর কলিকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের সহকারী অধ্যাপক ছিলেন।বৃটিশ সরকার তাকে ১৯৩০ সালে নাইট উপাধিতে ভূষিত করেন। এছাড়া একই বছর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়, ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়,ভারতের মহিশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। বিজ্ঞানী পিসি রায় ১৯৪৪ সালের ১৬ জুন পরলোক গমন করেন। চিরকুমার এ বিজ্ঞানী জীবনের অর্জিত সকল সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ