Tuesday, July 30th, 2019




পাইকগাছায় চলছে জাতীয় ফলদ বৃক্ষ পরিবেশ মেলা ও সেমিনার – ২০১৯

মোঃ শাহরিয়ার কবির পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।খুলনার পাইকগাছা উপজেলায় প্রতিবারের ন্যায় এবার ও চলছে বৃক্ষ পরিবেশ মেলা।ফলদ বৃক্ষ পরিবেশ মেলা ও সেমিনার -২০১৯ এ প্রধান অতিথিঃ জনাব,আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু মাননীয় সংসদ সদস্য,খুলনা -৬ পাইকগাছা।

বিশেষ অতিথিঃ জনাব গাজী মোহম্মদ আলী চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাইকগাছা খুলনা
বিশেষ অতিথিঃ জনাব সেলিম জাহাঙ্গীর মেয়র পাইকগাছা পৌরসভা, খুলনা।সভাপতিত্ব, করেন জনাব জুলিয়া সুকায়না উপজেলা নির্বহী অফিসার, পাইকগাছা খুলনা।

ফল-পুষ্পের নানা গাছে মেলা প্রাঙ্গণে সবুজের সমারোহ। দিনভর ভিড় লেগে আছে প্রকৃতিপ্রেমীরা কিনছেন নানা জাতের গাছ।

পাইকগাছার বুকে সবুজ অরণ্য। প্রতি বছরের মত এবারো বর্ষা মৌসুমে পাইকগাছায় বসেছে বৃক্ষ ও ফলদ পরিবেশ মেলা। মেলায় প্রয়োজনীয় গাছের খোঁজে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে যারা ছাদ কৃষি করেন তারা কিনছেন ফল-ফুলের নানা গাছ আবার অনেকে সখিন ভাবে বিভিন্ন ফুলের চারা কিনছেন।

স্টলে স্টলে শোভা পাচ্ছে লেবু, জাম্বুরা, পেয়ারা, কমলা, নাশপাতি, সফেদাসহ বাহারি ফলের গাছ। চোখ জুড়ানো সবুজের মেলায় এসে খুশি দর্শনার্থীরা।

মেলায় ঢুকতেই চোখে পড়ে নানা জাতে আম গাছ। মেলা সেজেছে ল্যাংড়া, হিমসাগর,ফজলি, আমের পলিসহ একশ’রও বেশি জাতের আম গাছ। মেলায় আসা মানুষের আগ্রহ তাই আমগাছে।

বিভিন্ন জাতের ফলের পাশাপাশি অর্কিড, ক্যাকটাস, বনসাই, ড্রসিনা, অ্যানথোরাম, মুসান্ডা, এরিকা ফুলের গাছ মেলার সৌন্দর্যকে বাড়িয়েছে বহুগুণে। মেলাজুড়ে আছে বনজও বৃক্ষের সমাহার।

ত্রিশ টাকা থেকে শুরু করে হাজার টাকার সৌখিন গাছ শোভা পাচ্ছে মেলায়।
পরিবেশ থেকে হারিয়ে যাওয়া সবুজ মেলায় টানছে পৌরবাসি – গ্রাম বাসি কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ