Monday, July 29th, 2019




গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে চলছে সংযোগ রাস্তার সংস্কার কাজ

এমএসাত্তার: কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে চলছে দুই কিলোমিটার কাঁচা রাস্তার সংযোগ সড়কের সংস্কারকাজ। সড়কটির দূরত্ব প্রায় তিন-আড়াই কিলোমিটার। মাঝখানে প্রায় দুই কিলোমিটার কাঁচা। এই কাঁচা অংশের আগে ও পরে ইটের ও পিচ ডালাইয়ে রাস্তা। কাঁচা অংশে অন্তত ৫ শত থেকে ৬ শত ফুট রাস্তায় বড় গর্ত। অন্য অংশগুলোতে ছোট বড় গর্ত। বৃষ্টি বর্ষায় ওই গর্তগুলোতে পানি জমে থাকে। তখন যানবাহন চলে না, হেঁটে চলাচলও দুষ্কর। এ অবস্থায় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে চলছে এ রাস্তার সংস্কারকাজ। কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ও খুরুসকুল এ দুই ইউনিয়নের। পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা ঘাটঘর বাজার থেকে খুরুসকুল ইউনিয়নের জাহাঙ্গীর কাশেমের মৎস্য খামারের উত্তর পাশ দিয়ে রাস্তাটি আবার কুলিয়াপাড়া হয়ে খুরুসকুলের প্রধান সড়কে গিয়ে মিশেছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দুই কিলোমিটার কাঁচা রাস্তায় ভারী যানবহন চলাচলের কারনে ২/১ ফুট পরপর সৃষ্টি হয়েছে খানাখন্দ। ছনখোলা বাজার থেকে কুলিয়া পাড়া প্রায় তিন আড়াই কিলোমিটার রাস্তা কাঁচা। প্রায় স্থানেই ছোট বড় অসংখ্যা গর্ত। ওই গর্ত ভরাটের কাজ চলছে। সেখানে বিল্ডিং ভাঙ্গার সুরকির গুড়া,বালি, মাটি দেওয়া হচ্ছে। গ্রামবাসীর পাশাপাশি এরোডের সিএনজি টমটম চালক ও অন্য শ্রমিকেরাও স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। গ্রামের লোকজন জানান, পিএমখালী ইউনিয়ন ও খুরুসকুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন। সড়কের এ অবস্থায় ওই দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে কক্সবাজার টাউনে যেতে হয়। আর পড়ুয়ারা যায় স্কুল কলেজ মাদ্রাসায়। রাস্তটি কাঁচা থাকার কারণে এ রাস্তা ব্যবহারকারিদের সুদিন বর্ষা একই দুর্গতি। গ্রামের ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল আনা নেওয়া করার জন্য যানবাহন ব্যবহার করার কোন সুযোগ নেই। গ্রামের শ্রমজীবি নাছির উদ্দিন ও মামুন অর রশিদ বলেন, ওই রাস্তা দিয়ে পায়ে হেটে বা যানবহনে ২০/৩০ মিনিটের সময়ে মানুষ কক্সবাজার টাউনে যাতায়াত করতে পরে। ওই রাস্তা দিয়ে বর্ষা মৌসুমে একদম চলে না। হেঁটেও চলা যায় না। তাই এ রাস্তা ব্যবহারকারিদের দুর্ভোগের শেষ নেই। ১২/১৩ বছর আগে রাস্তাটি হলেও এদিকে নজর নেই কারোর। নিম্ন ও মধ্যবিত্তরা অত্র এলাকায় বসবাস করে। এদের অধিকাংশ শ্রমজীবি। চাকুরীজীবি ও উচ্চ বিত্তদের কেউ স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করছে শহর এলাকায়। গ্রাম এলাকায় বসবাস করা প্রত্যেক মানুষের মধ্য মোটা অংকে সাহায্য সহযোগীতা করারমত লোক খুঁজে পাওয়া যাবেনা। এমনকি সর্বোচ্চ ১ হাজার টাকা থেকে ৫ শত টাকার সাহায্য সহযোগীতা করার সীমাবদ্ধতা তাদের রয়েছে। আর এ রাস্তাটি নির্মাণ সময় প্রায় যুগ অধিক পার হলেও এলাকার জনপ্রতিনিধিরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। কিন্তু ফলশ্রুতিতে তাদের কাছে এ পর্যন্ত প্রতিশ্রুতি ও আশ্বাস এবং আশারবাণিছাড়া কিছুই পাওয়া যাইনি। অতিগুরুত্বপুর্ণ রাস্তাটি নির্মাণের ব্যাপারে সরকারি বেসরকারিভাবে যখন কোন প্রতিষ্টান এগিয়ে আসছেনা। এদিকে রাস্তাটি ব্যবহার (যানচলাচল) উপযোগী করে রাখার দায়িত্ব খোঁদ এ এলাকার খেটেখাওয়া মানুষের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে। তাই কেহ টাকা, কেহ কংকরগোড়া, কেহ বালি, কেহ স্বেচ্ছাশ্রম দিয়ে গ্রামবাসীর দুর্ভোগে এগিয়ে এসেছেন। তাদের নিজের শ্রম, অর্থ ও উদ্যোগে ওই ৫ শত থেকে ৬ শত ফুট এলাকায় চলছে সংস্কারকাজ।
এ ব্যাপারে এ রাস্তার কাজে নেতৃত্বে থাকা শিক্ষানুরাগী তরুন নেতা নেতা কেফায়ত উল্লাহ জানান জানান যে অংশ সংস্কার করা হচ্ছে সেখানে গত কয়েকদিন ধরে গ্রামের শ্রমজীবি মানুষ এ রাস্তায় বিনা পারিশ্রমিকে কাজ করছে। কারণ এ রাস্তাটি তাদের সুখ দু:খের সাথে জড়িত। রাস্তাটি কাঁচা। তদুপরি বর্ষার শুরুতেই ভেঙ্গেচুরে ছোটবড় গর্তের সুষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে যাওয়ার কারণে রাস্তাটি ব্যবহার করতে মানুষের খুবই কষ্ট হচ্ছে। এমনকি গ্রামের মানুষকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যে দুর্ভোগ পোহাতে হয় তা বর্ণনাতীত। এ কষ্ট দেখেই এলাকার মানুষ এগিয়ে এসেছেন। কিন্তু পুরো রাস্তাটি পাকা করলেই কয়েকযুগ অত্র এলাকার মানুষের দুর্ভোগের পরিসমাপ্তি ঘটবে। এ রাস্তা উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা অনেকের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম বলেন নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারের কথা শুনে আমি নিজে সরেজমিন গিয়ে তাদের সাথে একাত্ততা প্রকাশ করেছি। অথচ বিগত সময়ে এ রাস্তাটিতে জমি থাকা জমির মালিকেরাসহ বিভিন্ন ক্যাটাগরির মানুষের সাথে কথা বলে তকবির অভ্যাহত রেখে আমি এ সংযোগ রাস্তাটি নির্মাণ করছিলান। এরমধ্য আবার গত একটার্ম (৫ বছর) আমার হাতে ক্ষমতা ছিল না। যার কারণে রাস্তাটি পাকা হওয়ার পথে আরো একধাপ পিছিয়ে গেছে। পরিষদের বাজেট বরাদ্ধের মধ্যে সীমাবদ্ধতা আছে। ছোট ছোট প্রকল্প দিয়ে কোন রকম চলাচল উপযোগী করে রাখা সম্ভব হয়। যেহেতু এটা একটি বড় প্রকল্প। তাই রাস্তাটি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। চলিত বর্ষারপরেই রাস্তাটি হবে বলে একধরনে আশ্বাস পেয়েগেছি ইনশাল্লাহ।এ ব্যাপারে খুরুসকুল ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে জানান এ রাস্তায় অতীতে সে অনেক টাকার কাজ করেছে কিন্তু ঔ রাস্তা দিয়ে কিছু ভারী গাড়ী নিয়মিত চলাচলের কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়ে যায়। তারপরেও তার পরিষদে প্রয়োজনমত বাজেট বরাদ্ধ পেলে সাধ্যমত চেষ্টা করে যাবেন। তিনি বলেন এ রাস্তা বেশি ব্যবহার করছে পিএমখালী ইউনিয়নের মানুষ, তাই উক্ত ইউনিয়নের চেয়ারম্যানকে বেশি ভুমিকা রাখতে হবে বলেও জানান সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ