Sunday, July 28th, 2019




পাবনার চর-সদিরাজপুরে রাস্তায় ধানের চারা রোপন করে যুবকদের অভিনব কায়দায় প্রতিবাদ

পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার সদর উপজেলার অন্তগর্ত দৌগাছী ইউনিয়নের ০৯ ওয়ার্ড চর সদিরাজপুর মধ্য পাড়ার প্রধান সড়কের সংস্কারের দাবিতে আজ রোববার (২৮ জুলাই) দুপুরের দিকে ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন গ্রামের তরুণ যুবকেরা। এই সংযোগ রাস্তাটি  ৩০ থেকে ৪০ বছর ধরে অবহেলিত। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাস্তাটি সংস্কারে বিভিন্ন সময়ে বিভিন্ন জন প্রতিশ্রুতি দিয়েছেন।  ২০১৩ সালে সর্বশেষ পাবনা সদর ৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স নৌকা বাইচ উদ্বোধন করতে এসে তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন।৪০ বছর ধরে শুধু প্রতিশ্রুতিই পেয়েছেন এলাকার মানুষ । বাস্তবে কেউ এগিয়ে আসেনি। প্রতি বছর বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়। এতে করে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। ফলে ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি সংস্কারে তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। তারা আরো বলেন,এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রতিদিন প্রায় ৩ থেকে ৪শত মানুষ। এই এলাকাতে নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তাই এই এলাকার সকল ছেলে মেয়েরা পাশের গ্রামের অর্থাৎ চর আশুতোষপুর গ্রামে প্রায় ৪ থেকে  ৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রতি দিন তাদেরকে স্কুলে যেতে হয়। কিন্তু এই বর্ষা মৌসুম এলেই তাদের স্কুলে যেতে অনেক কষ্ট পোহাতে হয়। এছাড়াও এলাকার  অধিকাংশ মানুষ কৃষক ফলে তারা তাদের ফসল হাজির হাট বাজারে নিয়ে বিক্রি করতে পারছেন না । এলাকার সাধারন মানুষের দাবি আমাদের গ্রাম আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাব পরিচিত। গত জাতীয় নির্বাচনে আমরা ৯৫% অর্থাৎ ১,৯,১৭ টি ভোট নৌকা মার্কায় দিয়েছি। যেখানে ধানের শীর্ষ পায়েছে  মাত্র ৫৮ ভোট । কিন্তু আওয়ামীলীগ সরকার টানা তৃতীয় বারের মত ক্ষমতা থাকার পড়েও আমারা এই রাস্তা পাকাকরণ করতে পাড়ছিনা। এটি পাবনা জেলা শহরের নিকটবর্তী  গ্রামের চিত্র। এই এলাকার মানুষেরা তাদের জীবন-জীবিকার তাগিদে শহরের বিভিন্ন কল কারখানাতে কাজ করতে যান এই রাস্তা দিয়ে ।এছাড়াও এই এলাকার ছেলে বা মেয়ে সন্তান দের ভালো কোনো জায়গা বিয়ে দিতে পারছেন না যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে। কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে গড়ি পেতে হিমসীম ক্ষেতে হয় রোগীর আত্মীয় স্বজনদের। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রতিটি গ্রাম হবে শহর। আমরা এলাকাবাসী সেই অপেক্ষায়  আছি কবে পাকাকরণ করা হবে আমাদের স্বপ্নের সড়কটি। এই সড়কের সামনের দিকে একটু এগিয়ে গেলেই দেখা যায় মন জুড়ানো পদ্মা নদী। এখানে শহর থেকে অনেক লোক নদী দেখার জন্য আসেন । আশুতোষপুর আনিসের মোড় ব্রীজ পাড় হয়ে দক্ষিণ দিকে ২ থেকে ৩  কিলোমিটার এই রাস্তার উপর হাজার হাজার কমলমতি শিশু সহ সাধারণ মানুষের ভাগ্য নির্ধারিত হবে  এই ব্রীজ হলে। তাই অতি দ্রুত এই ২ থেকে  ৩ কিলোমিটার  রাস্তা টি পদ্মা নদী অভিমুর্খী  পাকাকরণ  করা হলে এই এলাকার মানুষ জন দুর্ভোগ থেকে রক্ষা পাবে। এলাকাবাসী আবারও পাবনা জেলা সদর ০৫ আসনের সংসদ সদস্য জনাব গোলাম ফারুক প্রিন্স এমপি সহ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন ও দৌগাছী ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান সহ সকল নেতৃবৃন্দদের কাছে সড়ক সংস্ককারের জন্য দৃষ্টি  আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ