Tuesday, July 23rd, 2019




ঠাকুরগাঁওয়ে মামলার আসামী পলাতক থাকায় বসত-বাড়ির মালামাল জব্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে বিজ্ঞ আদালত কর্তৃক চেক জালিয়াতি মামলায় আসামীর বাড়ির মালামাল জব্দের নির্দেশে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি গ্রামের এক আসামীর বাড়ির মালামাল জব্দ করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
মামলা সূত্রে জানাযায়, কচুবাড়ি গ্রামের সতিশ চন্দ্র রায়ের ছেলে সত্যেন বর্মন একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে হেলাল হোসেনের কাছে ৮,০০০০০(আট লক্ষ) টাকা ধার নিয়ে তার বিপরীতে ভূল্লী বাজার শাখার সোনালী ব্যাংক লিমিটেডের সঞ্চয়ী হিসাব নং-১০০০০৫৯০০ এর চেক নং-৫৯৭৭৮৭৪ এ তার স্বাক্ষরিত একটি আটলক্ষ টাকার চেক প্রদান করে।কিন্তু টাকা নেওয়ার পর থেকে সে আর কোন ভাবেই যোগাযোগ না করায় হেলাল গত ২২/০৫/১৮ইং তারিখে উক্ত ব্যাংকে চেক ডিজনার করে।পরে গত ১০/০৬/১৮ইং তারিখে আইনজীবীর মাধ্যমে সতিশ বরাবর একটি লিগাল নোটিশ প্রেরণ করে।
কিন্তু সতিশ কোন রকমের কর্ণপাত না করায় আদালত মামলাটি আমলে নেয়।দীর্ঘদিন শুনানিতে অনুপস্থিতি থাকায় আদালত বাংলাদেশ দÊবিধি আইনের ঘওঅঈ+ ১৩৮ ধারা মোতাবেক গ্রেপ্তারি পরওয়ানা জারী করে।অবশেষে ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমল(১) এর বিজ্ঞ বিচারক মোছাঃ মার্জিয়া খাতুন,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(ভা:প্রা:) আসামীর বসত-বাড়ির মালামাল বাজেয়াপ্ত করার
নির্দেশ প্রদান করেন।উক্ত আদেশের প্রেক্ষিত ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমানের নিযুক্ত অফিসার এএসআই আব্দুল লতিফ হোসেন সোমবার পলাতক আসামী সত্যেন বর্মনের বসত বাড়ির মালামাল জব্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ