Sunday, July 21st, 2019




সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২২শ’ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করলেন-মেয়র আলমগীর শাহী সুমন

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) করেসপন্ডেন্টঃ গত কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দি যমুনা ও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পানির তীব্র ¯্রােতের কারণে উপজেলার যমুনা নদী এলাকার সহস্রাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে পৌর এলাকার কয়েক হাজার পরিবার।
এ সকল বন্যার্ত মানুষের মাঝে রবিবার (২১জুলাই) সকাল ১০ টায় আন্দরবাড়ী হালিমের চাতালে নিজে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯টি ওয়ার্ডের ২২শ’ পরিবারের মাঝে জিআর চাল বিতরন করেন পৌর মেয়র আলমগীর শাহী সুমন।
এসময় ১নং ওয়ার্ড কাউন্সিলর মিলন মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খাজা নাজিমুদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাখী আখতার রুলী, সামসুন্নাহার পুতুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ইউনুছ আলী, সহ-সভাপতি মাহবুবুর রহমার রুবেল, সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী, গনমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন
উলেখ্য পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্থ ২২শ’ টি পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার দুইশত পরিবারের মাঝে ১৫ কেজি করে প্রধান মন্ত্রী প্রদত্ত জি আর এর চাল বিতরণ করা হয়েছে। রবিার সকালে আন্দরবাড়ী হালিমের চাতালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের মাঝে নিজ হাতে জি আর এর চাল বিতরন করেছেন পৌর মেয়র আলমগীর শাহী সুমন। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মিলন মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খাজা নাজিমুদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাখী আখতার রুলী, সামসুন্নাহার পুতুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ইউনুছ আলী সহ-সভাপতি মাহবুবুর রহমার রুবেল, সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও আবুল কালাম, রিপন মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় চাল বিতরন পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যেকোন ধরনের দুর্যোগ মেকাবেলা করার সক্ষমতার পর্যায়ে নিয়ে গেছেন। এদেশের মানুষের তাই আর ভয় চিন্তা এবং কোন অভাব নেই। আগামী দিনে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সরকার এবং আমরা বদ্ধপরিকর। তাই সারিয়াকান্দিতে সাধারন মানুষের মাঝে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে এবং আগামী দিনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় আমি সকলের সমর্থন প্রত্যাশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ