Wednesday, July 17th, 2019




সচ্ছল ও সধবার বিধবা ভাতা ভোগ!

স্বামী জীবিত থাকা অবস্থায় কোনো নারীর বিধবা হওয়া কি সম্ভব? না, তা কোনোভাবেই সম্ভব নয়। তবে সেই অসম্ভবকে সম্ভব করেছেন নাটোরের বনপাড়া পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন (৪০)। স্বামী জীবিত থাকা সত্ত্বেও তিনি নিজ নামে টানা ৫ বছর ধরে বিধবা ভাতা তুলে খাচ্ছেন। এই খবর রাখে না কেউ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার (১৫ জুলাই) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি অভিযোগ করে বলেন, ‘সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন সচ্ছল ও সধবা হওয়া সত্ত্বেও বিধবা ভাতা ভোগ করছেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ভাতাভোগী তয়জান বেগম মারা যাওয়ার পর নাম পরিবর্তন করে শরিফুন্নেসা শিরিন নামে তিনি ২০১৪ সালের ১ জুলাই থেকে নিয়মিত ভাতা তুলছেন।’
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও আনোয়ার পারভেজকে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ