Tuesday, July 16th, 2019




টানা ৪ দিন পর মেহেরপুরে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার বাস চলাচল শুরু

মাহবুব হাসান টুটুল:মেহেরপুরে টানা ৪ দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর শ্রমিক ইউনিয়ন। এতে আজ মঙ্গলবার দুপুর থেকে মেহেরপুর আন্তঃজেলা সকল রুটে লোকাল বাস চলাচল শুরু হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্তঃজেলার সকল রুটে টানা ৩৬ দিন বাস বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোন কাজ না পেয়ে মানবেতর জীবন
যাপন করতে হয় শ্রমিকদের। বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া
সড়কে প্রতিটি বাস দিনে দু’বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবিতে শ্রমিকরা ধর্মঘট শুরু করে।
তবে মালিকদের সাথে কোন আলোচনা ছাড়ায় ধর্মঘট করায় মালিকরাও কঠোর অবস্থানে ছিলেন। ইচ্ছে মত ধর্মঘট করে জনভোগান্তি করা যাবে না। আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করা যেত এই দাবিতে অনড় ছিলেন মালিকরা।
মেহেবপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের সাথে
সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। আশা করছি এ নিয়ে আর দ্বন্দ্ব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ