Friday, July 12th, 2019




সিন্দুকছড়ি ক্যাম্প পাড়ায় প্রবল বৃষ্টিতে পাহাড় ধ্বসে বাড়ি বিধ্বস্ত

গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ক্যাম্প পাড়াস্থ লাপ্রুচাই ত্রিপুরা, পিতাঃ দোয়াংপ্রু ত্রিপুরার বাড়ির উপর প্রবল বৃষ্টিতে পাহাড় ধ্বসে পড়েছে।

সতর্কতার কারণে কোন প্রাণ হানি হয়নি। গত ১১জুলাই রাত ২টার দিকে প্রবল বর্ষনের ফলে সিন্দুকছড়ি ইউনিয়নের ক্যাম্প পাড়া গ্রামের লাপ্রুচাই ত্রিপুরার বাড়িতে উক্ত পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। পাহাড় ধ্বসের সময় বাড়ির লোকজন সর্তকতাকার কারণে কোন প্রাণ হানি না হলেও বাড়ির একাংশ ধ্বসে যায়। বাড়ির মালিক লাপ্রুচাই ত্রিপুরা বলেন- টানা প্রবল বৃষ্টির কারণে সিন্দুকছড়ি ক্যাম্প এলাকার পাহাড়ের একাংশ আমার বাড়ির উপর এসে পড়ে, আমরা পরিবারের সবাই সর্তকছিলাম বিধায় ভগবানের কৃপায় বড় একটি দূর্ঘটনা থেকে কোন রকম রক্ষা পেলাম। পাহাড় ধ্বসের কারণে পাহাড়ের মাটি ও গাছ ভেঙ্গে এসে বাড়ির একাংশ নষ্ট হয়ে যায়।
বর্তমানে পরিবারটি ঝুঁকিপূর্ণ ভাবে ভাঙ্গা ঘরে বসবাস করছে। এই মুহূর্তে যদি এই পরিবারকে কোন আশ্রয় কেন্দ্রে না নেওয়া হয়, তাহলে পরিবারটি আরও ক্ষয়ক্ষতির স্বীকার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ