Friday, July 12th, 2019




ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর শতাব্দীর প্রাচীন রেল সেতুটির নাকাল অবস্থা।

তাওহীদ হাসান ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর শতাব্দী প্রাচীন রেল সেতুটি রয়েছে পুরোপুরি অরক্ষিত অবস্থায়। নয়শ মিটার দীর্ঘ এ রেল সেতুর দুদিকে নেই কোনো সুরক্ষা বেড়া (রেলিং)। পুরনো ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত সেতুটি ঐতিহ্যবাহী হলেও এর রক্ষণাবেক্ষণে রেল কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। জরাজীর্ণ এই সেতুর বেশিরভাগ কাঠের স্লিপার গেছে ভেঙে।

দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে হুক বোল্ট ও ডগ স্পাইক। তারপরও সেতুটি দিয়ে ঝুঁকি নিয়েই ময়মনসিংহ থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ পাঁচটি রুটে চলাচল করছে ট্রেন। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও রেলওয়ের প্রকৌশলীরা এখনো এ সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে নারাজ, তবু তাদের এ বক্তব্যে ট্রেনযাত্রীরা আশ্বস্ত নয়।
ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত রেল সেতু দিয়ে নিয়মিত চলাচলকারী কয়েক ট্রেনযাত্রী জানান, সেতুটির ওপর ট্রেন উঠলেই নানা প্রশ্ন ও শঙ্কা ঘিরে ধরে তাদের। সর্বশেষ সেই শঙ্কা ও প্রশ্নের মাত্রা আরও জোরালো হয়েছে সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে উপবন এক্সপ্রেস নদীতে পড়ে যাওয়ায়।

জানা যায়, ময়মনসিংহ জেলা সদরের প্রাচীন ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত ব্রিটিশ আমলে এই অঞ্চলে রেলের গোড়াপত্তনের ইতিহাসের সাক্ষী ব্রহ্মপুত্র রেল সেতু। ৮০ দশকের আগ পর্যন্ত এটিই ছিল ব্রহ্মপুত্রের ওপর একমাত্র সেতু, যা ময়মনসিংহবাসীর কাছে ইতিহাস-ঐতিহ্যের অন্যতম সাক্ষী। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, সেতুটি নিয়ে রেলওয়ে কর্মকর্তারা উদাসীন।

সেতুটি সংস্কার করা না হলেও প্রতিদিন এর ওপর দিয়েই নেত্রকোনার জারিয়া ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরব, চট্টগ্রাম ও সিলেট রুটে চলাচল করে হাজার হাজার যাত্রী। কোনো বিকল্প না থাকায় দুর্ঘটনার শঙ্কা মনে নিয়েই চলাচল করে এসব যাত্রী। তবে মৌলভীবাজারের ট্রেন দুর্ঘটনার পর তাদের মধ্যে ব্রহ্মপুত্র রেল সেতুটি সংস্কারের দাবি জোরালো হয়ে উঠেছে ।
সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুটির ওপর রেললাইনের কাঠের স্লিপার ভাঙ্গাচোরা , পুরনো ও জরাজীর্ণ। বেশিরভাগ জায়গায় হুক বোল্ট ও ডগ স্পাইক নেই। নগরীর কেওয়াটখালী রেলওয়ে লোকোশেড সংলগ্ন এই সেতুটির নিরাপত্তায় নেই কোনো ব্যবস্থা। ফলে হুক বোল্ট ও ডগ স্পাইক চুরি হয়ে গেছে ।

ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মালেক বলেন, ‘এই রেল ব্রিজের ওপর আসা মাত্রই সব যাত্রী দোয়া-দরুদ পড়তে থাকেন। যেন কোনো রকম দুর্ঘটনা ছাড়াই এই ব্রিজটি পার হওয়া যায়। যাত্রীদের এ আতঙ্ক দূর করার জন্য দ্রুত ব্রিজটি সংস্কার প্রয়োজন। ’

যমুনা এক্সপ্রেসের এক যাত্রী ফরিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সব যাত্রী দুরুদুরু বুকে এ রেলব্রিজ পাড়ি দেন। ব্রহ্মপুত্রের ওপর অনেক ব্রিজ হলেও কেবল এ ব্রিজটিই আধুনিকায়ন হয়নি। ’

সেতু সংলগ্ন কেওয়াটখালীর বাসিন্দা আবুল খায়ের বলেন, ‘এই ব্রিজের ওপর দিয়ে হেলেদুলে ট্রেন চলে। প্রতিবারই মনে হয় এই বুঝি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে গেল। আসলে আল্লাহই এখনো ব্রিজটি রক্ষা করছেন। ’

তিনি আরও জানান, সেতুটিকে ঘিরে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্থানীয় কিছু দুর্বৃত্ত ও মাদকাসক্ত রাতের আঁধারে সেতু থেকে নাট-বোল্ট খুলে নিয়ে যায়।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি শঙ্কর সাহা বলেন, ‘এ রেলব্রিজটি অবশ্যই ঝুঁকিপূর্ণ। বড় রকমের দুর্ঘটনার আগেই এটি সংস্কার সময়ের দাবিতে পরিণত হয়েছে। এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়া উচিত। ’

ব্রহ্মপুত্র রেল সেতু সংস্কারের জন্য এলাকাবাসীর দাবি সম্পর্কে জানতে চাইলে রেলওয়ের ময়মনসিংহের সহকারী নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস বলেন, ‘এ ব্রিজটি মোটেও ঝুঁকিপূর্ণ নয়। সরকার এটিসহ সব ব্রিজের দিকেই সচেতন। তবে সংস্কার ও মেরামত প্রয়োজন, যেটি চলমান প্রক্রিয়া। এটি সংস্কার বা মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া আছে। আর রেলওয়ে কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে অবগত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ