Thursday, July 11th, 2019




চিলমারীতে প্রবল বর্ষনে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে ৩ হাজার মানুষ পানি বন্দী

কুড়িগ্রামের চিলমারীতে গত ৩দিনের টানা প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ৩ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার পুটিমারী কাজল ডাঙ্গা, রানীগঞ্জ এলাকার কাঁচকোল, চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ার খাতা ও শাখাহাতি, রমনা ইউনিয়নের টোনগ্রাম, নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া ও ফেইচকা এলাকা প্লাবিত হয়ে প্রায় ৩ হাজার মানুষ পানি বন্দী হয়ে গরু ছাগল নিয়ে অতি কষ্ঠে জীবন যাপন করছে। পাউবো জানায়, গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদে ১৮ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষন অব্যাহত থাকলে যে কোন সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধির ফলে নদী ভাঙ্গনও দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ