Thursday, July 11th, 2019




আমবোঝাই ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে আমবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে গিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কামারপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫০)।

ট্রাকটি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। কামারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে গেলে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ দেখানো হয়েছে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ