Wednesday, July 10th, 2019




দলিত ও আদিবাসীদের সংবাদ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যেঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি “বাচার মত বাচতে চাই; আমার অধিকার আমি চাই” এ শ্লোগানে দলিত ও আদিবাসীদের সংবাদ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নেটওয়ার্ক অব নন মেইনস্ট্রিম মার্জিনালাইজ কমিউনিটিস (এনএনএমসি) ও হেকস ইপারের সহযোগিতায় ও নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এমপাওয়ারমেন্ট অফ দলিত’স এন্ড নৃতাত্ত্বিক ইন দি নর্থ-ওয়েস্ট অফ বাংলাদেশ প্রকল্পের আয়োজনে বুধবার দুপুরে ঠাকুরগাঁও ইএসডিও কার্যালয়ের হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভপতিত্বে বক্তব্য দেন, এনএনএমসির কো অর্ডিনেটর মো: নুরুল আলম শুভ, লিঁয়াজো অফিসার সুলতানা আফরিন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (লিগ্যাল সাপোর্ট) শাহ মো: আমিনুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক, প্রেমদীপ প্রকল্পের শাহিন, সুজন খান, প্রোগ্রাম অফিসার ঝর্না বেগম প্রমুখ।

বাংলাদেশে বসবাসরত সমতলের আদিবাসী ও দলিত মানুষদের অধিকার সমুন্নতকরন, সুরক্ষা, তাদের মানবাধিকার লংঘনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে মত বিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদক, সাংবাদিক, প্রেমদীপ প্রকল্পের বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ