Wednesday, July 10th, 2019




মতলব উত্তর উপজেলা

মতলব উত্তর উপজেলা,চাঁদপুর জেলার একটি উপজেলা
মতলব উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।

বাংলাদেশে মতলব উত্তর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক:
২৩°২৭′৬″ উত্তর ৯০°৩৮′১″ পূর্ব
দেশ : বাংলাদেশ
বিভাগ : চট্টগ্রাম বিভাগ
জেলা : চাঁদপুর জেলা

আয়তন
• মোট : ২৭৭.৫৩ কিমি২ (১০৭.১৫ বর্গমাইল)
জনসংখ্যা (1991) : মোট ৪,৪৫,৬০৭
• জনঘনত্ব : ১৬০০/কিমি২ (৪২০০/বর্গমাইল)
পোস্ট কোড : ৩৬৪০
প্রশাসনিক বিভাগের কোড : ২০ ১৩ ৭৯

অবস্থান ও আয়তন

মতলব উত্তর উপজেলার দক্ষিণ-পূর্বে ধনাগোদা নদী ও মতলব দক্ষিণ উপজেলা; দক্ষিণে মতলব দক্ষিণ উপজেলা ও চাঁদপুর সদর উপজেলা; দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদী, চাঁদপুর সদর উপজেলা ও শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা; পশ্চিমে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলা; উত্তরে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা এবং পূর্বে ধনাগোদা নদী ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা অবস্থিত। জেলা সদর হতে এর দূরত্ব ৪৫ কি.মি.। এ উপজেলার আয়তন ২৭৭.৫৩ বর্গ কি.মি. এবং জনসংখ্যা ২,৯২,০৫৭, জন (প্রায়)। জনসংখ্যার ঘনত্ব ১,৮৪৮ জন (প্রতি বর্গ কি.মি.)। মোট ভোটার সংখ্যা ১,৯৯,২১০ জন (৩১/০১/২০১৩ পর্যন্ত)। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০%।
প্রশাসনিক এলাকা

মতলব উত্তর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন।

পৌরসভা:
▪ ছেংগারচর

ইউনিয়নসমূহ:
▪ ১নং ষাটনল
▪ ২নং বাগানবাড়ী
▪ ৩নং সাদুল্লাপুর
▪ ৪নং দুর্গাপুর
▪ ৫নং ছেংগারচর (ছেংগারচর ইউনিয়নকে পৌরসভা ঘোষণা করায় ইউনিয়ন পরিষদ কার্যক্রম বিলুপ্ত হয়ে গেছে।)
▪ ৬নং কলাকান্দা
▪ ৭নং মোহনপুর
▪ ৮নং এখলাছপুর
▪ ৯নং জহিরাবাদ
▪ ১০নং ফতেপুর পূর্ব
▪ ১১নং ফতেপুর পশ্চিম
▪ ১২নং ফরাজিকান্দি
▪ ১৩নং ইসলামাবাদ
▪ ১৪নং সুলতানাবাদ
▪ ১৫নং গজরা

ইতিহাস

মোঘল আমলে বর্তমান বাবু পাড়া ও পৈল পাড়া গ্রামদ্বয়ের উত্তর প্রান্তে গোমতীর শাখা ধনাগোদা নদীর তীরে অবস্থিত লালার হাট বাজারটি নদী ভাঙ্গনে বিলীন হলে কলাদী গ্রামের উত্তর প্রান্তে উপরোক্ত নদীর তীরে বৈরাগীর হাট নামে একটি বাজার জমে উঠে। যা দেখে ঈর্ষাণিত হয়ে ফরিদপুরের জমিদারের জমিদারী বেড়ে মতলব জমাদার বৈরাগীর হাটের দক্ষিণে পশ্চিম অংশে নিজ নামে আরেকটি বাজার মেলায়। কিছু কাল দুটি বাজারই তীব্র প্রতিযোগিতায় চলার পর জমাদারের হাট মতলব নামে জনপ্রিয়তা অর্জন করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ