Tuesday, July 9th, 2019




বেগমগঞ্জ চৌমুহনী -তুলাতলী খালে আগাছা ও আবর্জনার স্তুপ, ভয়াবহ পরিবেশ বিপর্যয়।

তামজিদুর রহমান,বেগমগঞ্জ, নোয়াখালী:নোয়াখালীর বানিজ্যিক এলাকা চৌমুহনী -ফেনী মহাসড়কের পার্শ্ব দিয়ে প্রবাহিত চৌমুহনী – তুলাতলী খালে আগাছা ও আবর্জনার কারণে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ রুপ নিয়েছে। শুধু তাই নয় বর্ষায় ভারি বর্ষনে দুর্যোগ পোহাতে হয় খালের দুপাশে বসবাসকারী হাজারো পরিবারকে। পুনরায় খাল খনন ও আবর্জনা পরিষ্কার না করার কারণে পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি হচ্ছে। খালের দুপাশে প্রভাবশালীদের ইন্ধনে দখল করে গড়ে উঠা অবৈধ ঘর চলতি বছরের এপ্রিল মাসে আংশিক দখলমুক্ত করলেও চৌমুহনী বাজারের অনেক গুলো ঘর দখলমুক্ত করা হয়নি। অপরদিকে খালের উপর দিয়ে ঘনঘন পোল তৈরি করার কারণে যে বাঁধ নির্মাণ করেছে তা অপসারণ করা হয়নি। এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় খালটি নিয়ে কয়েকবার গনমাধ্যমে সংবাদ প্রচার করলেও কোন ফলপ্রসূ পাওয়া যায়নি। তারা মনে করেন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভেড়া জালে খাল উন্নয়নের ভাগ্য থেমে রয়েছে। তাদের মতে দুই ও তিন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ নজর দিলে খালটির ভাগ্যের পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ