Wednesday, August 21st, 2024




ঢাবিতে বৃহস্পতিবার ‘র‍্যাপ কনসার্ট’

আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘র‍্যাপ কনসার্ট’। ওই দিন সন্ধ্যায় র‍্যাপারদের নিয়ে টিএসসির সামনে রাজু ভাস্কর্যে এই কনসার্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে রিফাত জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাপারদের নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে কনসার্টের আয়োজন করা হয়েছে। র‍্যাপাররা এবারের ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরও জানান, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের যে প্রতিরোধের স্পিরিট, তা ব্যক্ত হয়েছে র‍্যাপারদের কণ্ঠে। প্রতিরোধ এখনও শেষ হয়নি।

প্রসঙ্গত, জুলাইয়ে জোয়ার ওঠা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র-জনতার এই আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখে কার্টুন, গ্রাফিতি ও র‍্যাপ গান। এসময় নতুন গান বেঁধে শিক্ষার্থীদের চাঙ্গা করেন অনেক র‍্যাপাররা। তবে তাদের ওপর শেখ হাসিনা সরকারের খড়গ নেমে আসার খবরও পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ