Saturday, July 16th, 2022




অপ্রাপ্তবয়স্ক ছেলেকে বিয়ে, তিনজনের কারাদণ্ড

শুক্রবার (১৫ জুলাই) রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বিবাহ নিবন্ধক কাজী আতাউল বারীর অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিয়ে নিবন্ধক কাজী আতাউল বারী, কিশোরীর বাবা বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকার কবির সরদার, ছেলের বাবা একই উপজেলার গোবরদিয়া এলাকার সজিব হাওলাদার।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছেলেমেয়ের জন্মনিবন্ধনসহ অন্য কাগজপত্র যাচাই-বাচাই করে বাল্যবিয়ের প্রমাণ পাওয়া যায়। কবির সরদার তার স্কুলপড়ুয়া কিশোরী মেয়েকে একজন প্রাপ্তবয়স্ক যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন। অন্যদিকে সজীব হালদার তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে একটি প্রাপ্তবয়স্কা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন।

তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ