Friday, June 25th, 2021




চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাড়ে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৬০টি চীনা চাঁই জব্দ করা হয়।

মতলব দক্ষিণে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ২জনের ৩ মাসের কারাদন্ড

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাড়ে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৬০টি চীনা চাঁই জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে চাঁদপুর কোস্টগার্ড উপজেলা সদর বাজারের টিনপট্টি এলাকার তিনটি গুদাম থেকে ওই জাল ও চাঁই জব্দ করে। এ ঘটনায় দুজনকে আটক করে কারাদন্ড দেওয়া হয়। ইউএনওর কার্যালয় ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চাঁদপুর কোস্টগার্ডের কয়েকজন সদস্য মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের টিনপট্টি এলাকায় অভিযান চালান। তাঁরা সেখানকার ব্যবসায়ী প্রণয় চন্দ্র, মিঠুন চন্দ্র ও বিপ্লব চন্দ্রের তিনটি গুদাম থেকে সাড়ে ২০ লাখ মিটার কারেন্ট জাল এবং ৫৬০টি চীনা চাঁই জব্দ করেন। এগুলোর বর্তমান বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকা। এ সময় প্রণয় চন্দ্র ও মিঠুন চন্দ্রকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে বিপ্লব চন্দ্র পালিয়ে যান। আটক প্রণয় চন্দ্র মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি গ্রামের বাসুদেব চন্দ্রের এবং মিঠুন চন্দ্র মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া এলাকার রনজিৎ কুমারের ছেলে। পরে আজ বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রণয় ও মিঠুনকে তিন মাস করে সশ্রম কারাদন্ড দেন। এ ছাড়া তাঁদের ১০০ টাকা করে জরিমানাও করা হয়। ইউএনও ফাহমিদা হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ও চীনা চাঁই মজুতের দায়ে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ওই দুই ব্যবসায়ীকে এ শাস্তি দেওয়া হয়। জব্দ করা জাল ও চাঁই স্থানীয় নিউ হোস্টেল মাঠে পুড়িয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ