Monday, May 3rd, 2021




পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩ প্রতিষ্টানকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বাজার নিয়ন্ত্রণসহ ভোক্তার চাহিদা নিশ্চিত করতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ফার্মেসীসহ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মে) দুপুরে জেলার দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব পরেশ চন্দ্র বর্মন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বাজার মনিটরিং এ জেলার দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ঔষুধ ফার্মেসী, হোটেল ও মুদির দোকানে অভিযান পরিচালনা করে পৃথক ভাবে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা অারোপ ও অাদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ