Thursday, April 29th, 2021




নমুনার রিপোর্ট আসার আগেই ২ জনের মৃত্যু

কুমিল্লার লাকসাম উপজেলায় নমুনা রিপোর্ট আসার আগেই করোনায় আক্রান্ত হয়ে দুজন মৃত্যুবরণ করেছেন। উপজেলায় এ পর্যন্ত করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন।

মৃতরা হলেন- উপজেলার আজগরা ইউনিয়নের মোশারফ (৬০) ও পৌরসভার উত্তর লাকসামের মরিয়ম বেগম (৫০)।

বুধবার রাতে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, ওই দুজনের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন।

তাদের স্বাস্থ্যের অবস্থা ক্রমাগত অবনতির দিকে ধাবিত হতে থাকে। করোনার বিষয়টি নিশ্চিত না হলেও উপসর্গ বিবেচনায় তাদের ফলোআপে রেখে চিকিৎসা চলছিল।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নমুনা রিপোর্ট আসার পূর্বেই রোববার মোশারফ ও বুধবার মরিয়ম বেগম মৃত্যুবরণ করেন।

তবে বুধবার তাদের দুজনেরই রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, যারা আগে থেকে জটিল রোগে ভুগছেন তাদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।

কারণ উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের জন্য করোনা ঝুঁকিপূর্ণ। তাই তাদের করোনামুক্ত থাকার জন্য যা করনীয় তার সবটাই মেনে চলা উচিত। আর তারা আক্রান্ত না হলে মৃত্যুর হার কমে আসবে।

করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, এ মুহূর্তে সবার মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ