Wednesday, April 21st, 2021




ভৈরব রেলওয়ে থানায় এলএমজি চৌকি স্থাপন

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভারী অস্ত্র এলএমজি নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে রেলওয়ে স্টেশনেও পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল থেকে ভৈরব রেলওয়ে থানা ও স্টেশনে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে রেলওয়ে থানার ছাদে এলএমজি এবং মেশিনগানসহ ভারী অস্ত্র বসিয়ে বালু-সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ চৌকি স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে পালাক্রমে দায়িত্ব পালন করছেন দুজন করে পুলিশ সদস্য।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হায়দার বলেন, ‘ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে থানায় নিরাপত্তা বেস্টনি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভাবেই চৌকিতে পুলিশ দায়িত্ব পালন করবে।’

ওসি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ এই নির্দেশনা দিয়েছেন। থানায় ডিউটি করতে পুলিশের সংখ্যা বৃদ্ধিসহ ভৈরব রেলস্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয় বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ