Wednesday, April 21st, 2021




করোনার দোহায় দিয়ে পাথরের দাম বৃদ্ধি, বাংলাবান্ধা কাস্টমস বরাবর চিঠি

পঞ্চগড়: করোনার দোহায় দিয়ে পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় বন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানিকৃত পাথরের দাম অসৎ ব্যবসায়ীদের মাধ্যমে বৃদ্ধি পাওয়ায় করোনাকালিন এই সময়ে পাথরের দাম ঠিক রাখাসহ চাহিদা পূরণে কাস্টমস বরাবর জুরুরী ভিত্তিতো এক চিঠি প্রেরণ করেছে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিনগত রাতে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কাস্টমস এর উপ কর কমিশনার বরাবরে চিঠি দেয়া হয়। বুধবার (২১ এপ্রিল) সকালে এক বিজ্ঞোপ্তির মাধ্যমে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বিষয়টি নিশ্চিত করেন।

মেহেদী হাসান খান বাবলা বলেন, এসময় কিছু অসৎ ব্যবসায়ী পাথরের দাম বৃদ্ধি করেছে, যার কারণে বন্দরের আগামীদিনের কথা চিন্তা করে দাম যেন বৃদ্ধি না পায় সে কারণে এবং সরকারের রাজস্ব আয় নিশ্চিত করতে বিশেষ বিবেচনায় আমদানিকৃত বৈদেশীক গাড়ির প্রবেশ পূর্বের ন্যায় নিশ্চিতকরণে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কাস্টমস এর উপ কর কমিশনার বরাবরে এসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। আশাকরি বন্দরের এ সমস্যা দ্রত সমাধান হবে।

এদিকে আমাদনিকারকসহ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, এলসি পাথর আগের দামেই ক্রয় করে দেশে আনা হচ্ছে। তবে দেশে আসার পর করোনার কারণে বন্দর সংশ্লিষ্ট কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে দেশে তা বিক্রি করছে।

এদিকে বিজ্ঞোপ্তি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল থেকে পবিত্র রমজানের কারণে নতুন নিয়মে গাড়ি চলাচল শুরু হয়েছে। একই দিনে করোনার পাদুর্ভাবের আলোকে দেশব্যাপী লকডাউন ঘোষণা হলেও স্থলবন্দর সমূহ এর আওতার বাহিরে রয়েছে। তাই বাংলাবান্ধা স্থলবন্দরে পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু অসৎ ব্যবসায়ী বন্দরে পাথরের কমতির সুযোগে মালের দাম বাড়িয়ে দিয়েছে। এই মর্মে টেলিভিনে নিউজ হয়েছে। এদিকে ভারত ও ভুটানের রপ্তানিকারক নেতৃবৃন্দের সাথে আমাদের এসোসিয়েশনের নেতৃবৃন্দের কথা হয়েছে। তারাও আমাদের চাহিদার পণ্য সরবরাহ/রপ্তানি করতে প্রস্তুত আছে। উপরোক্ত অবস্থায় বিবেচনা করে দেশের রাজস্ব প্রাপ্তি নিশ্চিত করতে ব্যবসায়ীদের চাহিদার আলোকে পূর্বের ন্যায় আমদানি পণ্যের গাড়ি প্রবেশের সময়সীমা পূনঃনির্ধারণ করার জন্য জরুরী ভিত্তিতে এই চিঠি প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ