Wednesday, March 24th, 2021




মোংলার ৬ ইউনিয়নে ভোটের আগেই চেয়ারম্যান নির্বাচিত

বাগেরহাটের মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নেই আওয়ামী লীগ সমর্থিত ছয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) ওই ছয়টি ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে টিকে যান নৌকার প্রার্থীরা। মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন নির্বাচন অফিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বুড়িরডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত উদয় শংকর, সোনাইলতলায় নাজরিনা বেগম, চাঁদপাইয়ে মোল্লা তরিকুল ইসলাম, মিঠাখালীতে উৎপল কুমার মণ্ডল, সুন্দরবনে একরাম ইজারাদার ও চিলা ইউনিয়নে গাজী আকবর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিএনপি অংশ না নেওয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ছয়টি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল। কিন্তু বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে (বুধবার) নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে, ছয়টি ইউনিয়নে এখন নির্বাচন হবে শুধু সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের মধ্যে। তবে কয়েকজন সদস্যও তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুন বলেন, ‘বুড়িরডাঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদে একজন প্রার্থিতা প্রত্যাহার করেন। এ পদে এখন নির্বাচন হবে ৩৭ জনের মধ্যে। আর সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১০ জনই আছেন। সোইনাইলতলা ইউনিয়নে একজন সাধারণ সদস্য পদ থেকে প্রত্যাহার করায় ২৮ জন এবং সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১১ জন নির্বাচন করছেন। মিঠাখালী ইউনিয়নে দুই জন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩৪ জন এবং সংরক্ষিত আসনে কেউ না করায় নির্বাচন করছেন ১১ জন। চাঁদপাই ইউনিয়নেও দুই জন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩৬ জন এবং সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১৩ নির্বাচন করছেন। সুন্দরবন ইউনিয়নে নয় জন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩১ জন এবং সংরক্ষিত আসনে প্রত্যাহার না করায় ১২ জনই নির্বাচন করছেন এখানে। আর চিলা ইউনিয়নে একজন সাধারণ সদস্য প্রত্যাহার করে নেওয়ায় ৪২ জন ও সংরক্ষিত আসনে দুই জন প্রত্যাহার করায় ১৬ জন প্রার্থী আগামী ১১ এপ্রিল নির্বাচন করছেন।’

এ ছয়টি ইউনিয়নে নারী-পুরুষ মিলে মোট ভোটার রয়েছেন ৭৯ হাজার ৫৪০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ