মোহামোডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
রোববার (০৭ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় শেখ জামাল। গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর জোবের পাস থেকে ২৫তম মিনিটে দলের প্রথম গোলটি করেন আতাবেক ভালিদজানোভ।
গোল হজমের পর ম্যাচে ফিরতে চেষ্টা করে মোহামেডান। তবে সেই সুযোগ দেয়নি শেখ জামালের রক্ষণভাগ। বিরতির পরও আক্রমণ-প্রতি আক্রমণে শাণায় দেশের ফুটবলের জায়ান্ট দল দুটি। তবে এ যাত্রায় আবারও সফল বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নরা। ৮৩তম মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন সলোমন কিং কানফর্ম। এবারও বলটির যোগানদাতা জোবে।
এই জয়ে পয়েন্ট তালিকায় আবাহনীকে টপকে দ্বিতীয় স্থানেও ওঠে এসেছে শেখ জামাল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট তিনে নেমে গেছে আবাহনী। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোহামেডান।
Leave a Reply