কে হচ্ছেন বার্সেলোনার নতুন সভাপতি? জোসেফ মারিয়া বার্তোমেউ ২৭ অক্টোবর সভাপতির পদ থেকে পদত্যাগের পর থেকেই চলছে এ গুঞ্জন।
রোববার বার্সেলোনার নতুন সভাপতি নির্বাচনে ভোট হয়। ব্যালট বিপ্লবে কে চ্যাম্পিয়ন হচ্ছেন সেটাই এখন দেখার বিষয়। দেখা যাক কে বার্সাকে ঋণের অভিশাপ থেকে রক্ষার দায়িত্ব নিচ্ছেন?
জোসেপ মারিয়া বার্তোমেউর কালো যুগ থেকে বার্সেলোনাকে কে আবার আলোর পথ দেখাবেন? নিশ্চিত হওয়া যাবে আজ, ভোটের পর।
বার্সেলোনা সভাপতি হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা, নতুন দুই প্রার্থী ভিক্তর ফন্ত ও টনি ফ্রেইক্সা।
প্রিয় ক্লাবের সভাপতি নির্বাচনে নিজেদের ভোট দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি, ভারপ্রাপ্ত সভাপতি কার্লেস তুসকেতস, সভাপতি পদপ্রার্থী হোয়ান লাপোর্তা ও ফন্ত, বার্সেলোনার মিডফিল্ডার রিকি পুচ, সের্হিও বুসকেতস, সের্হি রবার্তো, লেফটব্যাক জর্দি আলবাসহ অনেকেই।
বড় ছেলে থিয়াগো মেসিকে নিয়ে ভোট দিতে ন্যু ক্যাম্পে যান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
Leave a Reply