নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম রক্ষণশীল দলের শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে যাচ্ছেন। চলতি মাসের শেষে ফ্লোরিডার অরল্যান্ডে তিনি এ বক্তব্য দেবেন। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র শনিবার এ কথা জানিয়েছে। খবর-বার্তা সংস্থা রয়টার্সের।
কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ।
এখানে ট্রাম্প রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন।
Leave a Reply