আইপিএলের ১৪তম আসর মাঠে গড়াবে এপ্রিলে। এ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তবে টুর্নামেন্ট শুরুর আগেই চাকরি হারিয়েছেন দলটির প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
গত আসর থেকে রাজস্থানের হেড কোচের দায়িত্ব পালন করছেন ম্যাকডোনাল্ড। এবারের আইপিএল নিলামেও দল গঠনে বড় ভূমিকা পালন করেছেন তিনি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই চাকরি হারিয়েছেন রাজস্থান রয়্যালসের এই হেড কোচ।
ম্যাকডোনাল্ডের পরিবর্তে কে হবেন মুস্তাফিজদের নতুন কোচ সেটি এখনো ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের নিলামের আগে দলটির ডিরেক্টর অব ক্রিকেট পদে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
Leave a Reply