Sunday, February 21st, 2021




নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জু্য়েল,উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদ উদ্দিন,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ,পৌর মেয়র মো.রফিক উদ্দিন ভুইয়া,জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনু প্রমুখ সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রভাতে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ ব্যানারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা, ইউএইচএ ডা.মাহমুদুর রশীদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মলয় কুমার মোদক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ,পরিসংখ্যান কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ,প্রেসক্লাব নান্দাইল এর সহ-সভাপতি অরবিন্দ পাল অখিল, সাংবাদিক আলম ফরাজি প্রমুখ।

বক্তারা বলেন ৫২র ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শহীদদের আত্মত্যাগের সম্মান রক্ষার্থেই আমাদের জাতির পিতার কাঙ্খিত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ