রাজধানী ঢাকার মানিকনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাফিজুর রহমান আজ রোববার সন্ধ্যায় বিষয়টি জানান।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ৫০ থেকে ৬০টি ঘর আগুনে পুড়ে গেছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ আটকা আছে কিনা তা জানতে আমরা তল্লাশি করছি।’
এর আগে, আজ বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কুমিল্লা পট্টি এলাকার একটি টিনের শেডের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে স্থানীয়রা বলছে, একটি মাটির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply