Monday, February 15th, 2021




শেরপুরে সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষে ৩দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলাধীন নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিকদের অংশগ্রহণে ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে সাংবাদিকতায় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান কর্তৃক উদ্ভোদনকৃত প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ অন্যান্যদের মধ্যে প্রতিথযশা সাংবাদিক কলামিষ্ট কাকন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম বলেন- এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। তাছাড়া এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর মধ্যদিয়ে আজকের তরুণ সাংবাদিকরা আগামী দিনের জন্য দক্ষ ও প্রশিক্ষিত সাংবাদিক হিসেবে নিজেদেরকে তৈরি করার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বলেন, সাংবাদিকতার মৌলিক দিক গুলো যদি জানা থাকে তাহলে সাংবাদিকরা জাতির কাছে সুন্দরভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারেন। বস্তুনিষ্ঠ সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরার কৌশল সম্পর্কে জানতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ