পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল রবিবার (২৪ জানুয়ারি) রাত থেকে ফেরি চলাচল কয়েক দফায় বন্ধ হওয়ার পর আজ সোমবার (২৫ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে পুনরায় স্বাভাবিক হয় ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাত পৌনে ১১টার দিকে প্রথম ফেরি চলাচল বন্ধ হয় এবং ঘণ্টা খানেক বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এভাবে রাতে দুই থেকে তিন বার ফেরি চলাচল বন্ধ ও শুরু হয়। আজ সোমবার সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
Leave a Reply