জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার বড় জামাতা হাসান ইকবাল শামীম শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাদ আছর মনিপুরী পাড়া জামে মসজিদে মরহুম হাসান ইকবাল শামীমের জানাযার নামাজ শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
পেশাগত জীবনে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাসান ইকবাল শামীমের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি আজীবন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply