Wednesday, November 18th, 2020
ফের নানা হচ্ছেন ডিপজল

ফের নানা হচ্ছেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) ওলিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাবা মনোয়ার হোসেন ডিপজল, স্বামী অর্পণসহ উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বিকেলে ডিপজল বলেন, ‘এমন খুশির দিনে আমি সবার কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন, আমার নাতি যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। দোয়া করবেন, আমার মেয়ে যেন সুস্থ থাকে।’

নিজের ফেসবুক হ্যান্ডেলে ওলিজা মনোয়ার বেবি শাওয়ারের বেশ কিছু ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন।

ওলিজা মনোয়ার ২০১৮ সালের মাঝামাঝি ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর এ দম্পতির ঘর আলো করে আসে প্রথম পুত্রসন্তান।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিস নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ