Friday, September 4th, 2020




পঞ্চগড়ের জেলা প্রশাসক খুলনার মেয়ে সাবিনা ইয়াসমিন মালার পিএইচডি ডিগ্রি অর্জন

পঞ্চগড়ের জেলা প্রশাসক খুলনার মেয়ে সাবিনা ইয়াসমিন মালা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারের তত্ত্বাবধানে সম্পাদিত Health Service Delivery through community clinics of Bangladesh : An appraisal  শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

ড. সাবিনা ইয়াসমিন শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দীন মনি এবং মরহুম সালমা বেগমের সন্তান। তাঁর জন্মস্থান খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর স্বামী মোঃ শরীফ হোসেন হায়দার বর্তমানে জেলা ও দায়রা জজ হিসেবে পঞ্চগড় জেলায় কর্মরত।  তাদের এক পুত্র রুবাইয়াৎ ইশমাম প্রিয়ন্ত ও এক কন্যা পুষ্পিতা পারিজাত টিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ