Tuesday, June 9th, 2020




সিনিয়র সচিব হলেন আসাদুল ইসলাম

স্বাস্থ্যসেবা থেকে বদলি করে পরিকল্পনা বিভাগে নিয়ে মো. আসাদুল ইসলামকে সচিব থেকে সিনিয়র সচিব পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার ৮জুন জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে। পদোন্নতি দিয়ে তাকে পরিকল্পনা বিভাগেই পদায়ন করা হয়।

জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পরেই সিনিয়র সচিবদের অবস্থান।

বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা ১৩ জন।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে মাস্ককাণ্ডসহ বিভিন্ন কারণে আলোচিত মো. আসাদুল ইসলামকে গত ৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বদলি করে পরিকল্পনা বিভাগে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ