Sunday, April 19th, 2020




মানিকগঞ্জ জেলা লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌসের।

রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফেরদৌসের।

তিনি বলেন, ‘জীবন রক্ষাকরণ জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাহির হওয়া যাবে না। তবে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোন কাজেই ঘরের বাইরে আসা যাবে না। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক বা সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে এ জেলায় কিংবা এ জেলা থেকে অন্যত্র যাওয়া যাবে না। জেলার অভ্যন্তরে আন্তউপজেলায়ও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

তবে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটসহ জরুরি সেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, মানিকগঞ্জ জেলায় এ পর্যন্ত সাতজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ