Sunday, April 19th, 2020




ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা যোবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার হয়েছেন। তারা হলেন- সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মাসুদ রানা ও সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক। এর আগে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেনকে রাতেই প্রত্যাহার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গনের জানাযায় লাখো মানুষ অংশ নেন। মাদ্রাসার প্রান্তর ছাড়িয়ে জানাযার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কের কয়েক কিলোমিটার বিস্তৃর্ন এলাকায়। এতে দেশের বিভিন্ন স্থান এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র এবং সাধারন মানুষ যোগ দেন। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন জানিয়েছেন, শনিবারের ঘটনা তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ