Saturday, April 18th, 2020




বরগুনা লকডাউন

বরগুনায় নতুন ৪ জনসহ করোনায় আক্রন্ত হয়েছেন মোট ৯ জন। আর মৃতের সংখ্যা দুই জন। এদিকে একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আজ শনিবার দুপুর ১২টা থেকে পুরো জেলা লকডাউনের ঘোষণা দেন বরগুনা জেলা প্রশাসন।

লকডাউনের ঘোষণা দেওয়ার পর শনিবার সকাল থেকেই শহরের সব দোকানপাটে দেখা যায় উপচে পড়া ভিড়। দুপুর ১২টার লকডাউনের আগেই আগামী দিনগুলোর জন্য বাজার সওদা কিনতে ব্যস্ত থাকে শতশত ক্রেতা। আর এই ফাঁকে দামও বাড়িয়ে দেয় বিক্রেতারা।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, নতুন করে আক্রান্ত চারজন ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে পুরো জেলা লকডাউন করা হয়েছে।

তিনি আরো বলেন, বরগুনা জেলার সকল প্রবেশ ও বাহির মুখে কড়া নিরাপত্তা বসানো হয়েছে। কড়া নিরাপত্তা বসানো হয়েছে এক উপজেলা থেকে অন্য উপজেলায় প্রবেশ এবং বাহিরের নদীপথগুলোতেও। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাচা-বাজারসহ ওষুধের দোকান, সংবাদপত্র এবং সাংবাদিকগণ এ লকডাউনের আওতায় পড়বেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ