Saturday, April 18th, 2020




ফেসবুকে স্বাস্থ্য সচিবের সমালোচনা, চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

মানসম্মত মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ না পাওয়া নিয়ে স্বাস্থ্য সচিবের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ডা. আবু তাহের নামে এক চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আবু তাহের নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ শনিবার হাসপাতালের তত্বাবধায়ক ড. ফরিদ উদ্দিন চৌধুরী তাকে এ নোটিশ দিয়েছেন।

বিসিএস ৩৯ তম ব্যাচের ডা. আবু তাহের দুদিন আগে ফেসবুকে লিখেছেন- ‘গত এক মাসে আমি হাসপাতালে শতাধিক অপারেশন করেছি। নিজের পকেটের টাকা দিয়ে বাজার থেকে মাস্ক কিনে ব্যবহার করেছি। কিন্তু স্বাস্থ্য সচিব প্রধানমন্ত্রীকে বলেছেন, অত্যাধুনিক জীবাণু প্রতিরোধী এন৯৫, কে৯৫, এফএফপি২ মাস্ক ডাক্তারদেরকে সরবরাহ করেছেন; যা ডাহা মিথ্যা। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে যেসব মাস্ক সরবরাহ করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এ নিয়ে স্বাস্থ্য সচিব মিথ্যাচার করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে এরকম অনেক মিথ্যা প্রস্তুতির নাটক সাজিয়ে হাজার কোটি টাকা লোপাট করছেন কিছু লুটেরার দল।’

ফেসবুকে এমন পোস্ট দেওয়ার কারণ জানতে চেয়ে আজ শনিবার দুপুরে আবু তাহেরকে নোটিশ দেন হাসপাতালের তত্বাবধায়ক। আগামী তিন দিনের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ডা. আবু তাহের বলেন, ‘আমি প্রকৃত সত্য তুলে ধরেছি। গত এক মাসে হাসপাতালে শতাধিক অপারেশন করেছি। আমাকে মানসম্মত মাস্ক বা পিপিই হাসপাতাল থেকে সরবরাহ করা হয়নি। অথচ স্বাস্থ্য সচিব প্রধানমন্ত্রীর কাছে বলেছেন, পর্যাপ্ত পরিমাণে এন৯৫, কে৯৫, পিপিএফ২ মাস্ক হাসপাতালগুলোতে মজুদ আছে। তাহলে এগুলো গেল কোথায়?’

তিনি আরও বলেন, ‘এই বক্তব্যের জন্য আমি মোটেও অনুতপ্ত নই। দেশের একজন নাগরিক হিসেবে আমি সত্য ঘটনা তুলে ধরেছি। আমি তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেব।’

এদিকে বিষয়টি নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘কারণ দর্শানোর নোটিশের জবাব পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ