Saturday, April 18th, 2020




খুলনা মেডিকেলের সহকারী অধ্যাপক করোনায় আক্রান্ত

খুলনা মে‌ডি‌কেল ক‌লেজের ইউ‌রো‌লো‌জি বিভা‌গের সহকারী অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার খুলনা মে‌ডি‌কেল ক‌লেজে স্থাপিত পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে খুলনায় ২ জন করোনা রোগী শনাক্ত হলো।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ সাংবাদিকদের বলেন, সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যাথা ও গায়ে ব্যাথা থাকায় ল্যাবে তার নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি ডক্টরস রেস্ট হাউজে থাকেন। তাকে সেখানে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া ওই রেস্ট হাউজে থাকা আরও ৫/৬ জন চিকিৎসককে আপাতত সেখানেই অবস্থানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, শনিবার ল্যাবে মোট ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে সহকারী অধ্যাপকের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।

এর আগে, গত ১৪ এপ্রিল মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ