Wednesday, April 15th, 2020




সড়কের পাশে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নিলো পুলিশ

বরিশালের উজিরপুরে মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক মা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি সন্তান জন্ম দেওয়া ওই নারীর প্রসব বেদনার চিৎকারে কেউই এগিয়ে আসেনি। তার কান্নার শব্দে আসেননি কোনো জনপ্রতিনিধিও। পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই শিশুর দায়িত্ব নেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান।

গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের এআইজি মো. সোহেল রানা।

তিনি বলেন, ‘মা নিজের বুকেই সন্তানকে আগলে রেখেছেন। তবে সন্তানটির বাবা কে? তার উত্তর এখনো পর্যন্ত মেলেনি। তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। পুলিশ শিশুটির সকল খরচ বহন করবে। ইতোমধ্যে নতুন পোশাক ও খাবার কিনে দেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী উপজেলার সোনারবাংলা বাজার ও ঢাকা-বরিশাল মহাসড়কের আশপাশের এলাকার দোকানের সামনে রাত্রিযাপন করতেন।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, ‘বাচ্চাটির শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দেখভালের জন্য মা ও শিশুকে সমাজসেবা অধিদপ্তরের আগৈলঝাড়া বেবি হোমে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ