Wednesday, April 15th, 2020




ষাটোর্ধ্ব নারীর মৃত্যু, করোনা সন্দেহে রাতভর লাশ পড়েছিল বারান্দায়

রাস্তায় হঠাৎ পড়ে গিয়ে ষাটের বেশি বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে সন্দেহে স্বজনরা কেউ এগিয়ে আসেননি। ওই নারীর মরদেহ রাতভর গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডের মোল্লাবাড়ি সড়কে তারই বাড়ির সামনে মার্কেটের বারান্দায় পড়ে থাকতে দেখা যায়। মঙ্গলবার রাতে ওই নারীর মৃত্যু হয়।

বুধবার খবর পেয়েই চলে আসে টঙ্গীর স্বেচ্ছাসেবী সংগঠন হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের ৩৩ স্বেচ্ছাসেবক। পরে সংগঠনের পক্ষ থেকেই তাকে দাফন করা হয় খাঁপাড়া কবরস্থানে।

মৃত নারী আউচপাড়া মোল্লাবাড়ি রোড নিবাসী ইয়াকুব আলী মোল্লার স্ত্রী। তার ছেলের নাম বিপুল।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এম হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে মারা গেছেন। বাড়ির ভেতর থেকে কেউ আর এগিয়ে আসেননি। ভেতর থেকে স্বজনরা জানান, তারা গ্রামের বাড়িতে চলে গেছেন।

তাৎক্ষণিক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে জানালে তিনি চলে আসেন নিহতের বাড়িতে।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, মানুষ হিসেবে আমরা সবাই মৃত্যুবরণ করব। মানবিক দিক বিবেচনা করেই তিনি ছুটে এসেছেন। তিনি ৫৪নং ওয়ার্ডের হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মানুষের বিপদে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ