Monday, April 13th, 2020




টুঙ্গিপাড়া উপজেলা লকডাউন

করোনাভাইরাসের কারণে সৃষ্টি পরিস্থিতিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা লকডাউন ঘোষাণা করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ ঘোষণা দেন।

চেকপোস্ট বসিয়ে উপজেলায় প্রবেশ ও বের হওয়া বন্ধ করা হবে বলে সভা থেকে জানানো হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার জানান, ঢাকা থেকে মাদারীপুরের শিবচর হয়ে টুঙ্গিাপাড়া গ্রামের বাড়িতে ফেরা এক দম্পত্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা এক ব্যক্তিও আক্রান্ত এছাড়া করোনায় আক্রান্ত বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ এসেছে। বেশ কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অনেকের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি জানান, এসব কারণে কেউ যাতে বাইরে থেকে উপজেলায় ঢুকেত না পারে সেজন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা টুঙ্গিপাড়াকে লকডাউন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ