Monday, April 13th, 2020




কোটালীপাড়ায় সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের জন্য সবজির দোকান ফ্রি করে দিয়েছেন ছাত্রলীগ নেতা বিপ্লব মণ্ডল সবুজ।

সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে তিনি এ সবজির দোকান ফ্রি করে দেন।

এ সময় প্রায় দুই শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এক কেজি টমেটো, এক কেজি বেগুন, এক কেজি ঢেঁড়স, এক কেজি করলা ও এক কেজি কুমড়ো নিয়ে যান।

এর আগে বিপ্লব মণ্ডল সবুজ তার এলাকার শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিপ্লব মণ্ডল সবুজ বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে শ্রমজীবী মানুষের কোনো কাজকর্ম নেই। তাই তারা বেকার হয়ে পড়েছেন। তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই এসব মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি।

উপজেলায় যারা বিত্তশালী আছেন, আমি তাদের কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। আশা করি তারাও এগিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ