Sunday, April 12th, 2020




সিলেটে লকডাউন না মানায় ৮৫ জনকে জরিমানা

সবাই ঘরে থাকুন, সরকারি আদেশ মেনে চলুন’ করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষায় এ স্লোগানে মাঠে কাজ করে যাচ্ছে সিলেট জেলা প্রশাসন। তাই মানুষকে ঘরমুখো রাখতে শনিবার (১১ এপ্রিল) সিলেট লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) এম কাজি এমদাদুল ইসলাম।

এরই ধারাবাহিকতায় রোববার (১২ এপ্রিল) আইন মানাতে জেলা প্রশাসনের ১৮টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে লকডাউন অমান্য করায় ৮৫ জনকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করেছেন।

এদিন সিলেট নগর ও বিভিন্ন উপজেলা সদরে দিনভর অভিযানে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ডরা।

রোববার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া কমিউনিকেশনের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (এসিল্যান্ড-কানাইঘাট) মিসবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মিসবাহ উদ্দিন বলেন, সিলেট জেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৮টি টিম অভিযান চালায়। অভিযানে লকডাউন অমান্য করায় ৮৫ জনকে ১ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করে তা আদায় করেছেন। জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ