Sunday, April 12th, 2020




লক্ষ্মীপুর লকডাউন

করোনা ভাইরাস সংক্রমণ রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছেন।

লকডাউন ঘোষণা করায় অন্য জেলার লোকজন লক্ষ্মীপুরে ঢুকতে পারবে না। একইভাবে লক্ষ্মীপুর থেকে বাইরের জেলায় যেতে পারবে না কেউ। ওষুধ সরবরাহকারী ও পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যসব যানবাহন বন্ধ থাকবে।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, ওষুধের ফার্মেসি, সারের দোকান, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট নির্ধারিত সময় পর্যন্ত খোলা থাকবে। বাকী সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাড়ির বাইরে অযথা ঘোরাঘুরি বন্ধ ও জনসমাগম করা যাবে না। এসব নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর জেলা লকডাউনে থাকবে।

জেলার সিভিল সার্জন আবদুল গাফফার বলেন, এ পর্যন্ত করোনা সন্দেহে ১৩৬ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সবশেষ ৫৫টি নমুনার ফলাফলে ৫৪ জনেরই করোনা নেগেটিভ পাওয়া গেছে। আক্রান্ত একজনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ