Sunday, April 12th, 2020




চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আইসোলেশনে ভর্তি আছে ১জন। সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাংগা গ্রামের শ্বশুড়বাড়িতে ফয়সাল(৪১) করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যায় মারা যায়। এসিআই ঔষধ কোম্পানীতে চাকুরীর সুবাদে ফয়সাল নারায়নগঞ্জ পাঠানতলীতে বসবাস করতো। তার বাড়ি জেলার মতলব উত্তর। সে কিছু দিন আগে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। তাদের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ ছিল। করোনার সন্দেহ ভাজন ব্যক্তি হিসেবে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
অপরদিকে, ফরিদগঞ্জ থেকে করোনা আক্রান্ত সন্দেহে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ বছর বয়সী আরো এক নতুন রোগীকে ভর্তি করা হয়েছে শনিবার বিকেলে।

অসুস্থ ওই যুবক ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। সে ঢাকার সাভার থেকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে এলাকায় এসেছে।
এদিকে, জেলায় এ পযর্ন্ত করোনা রোগি সনাক্ত হয়েছে ৪ জন। এরমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগ ৩ জনের কথ স্বীকার করলেও ১ জনের বিষয়ে কোন তথ্য দেয়নি। তবে আইইডিসিআর’র ওয়েবসাইটে ৪ জনের তথ্য প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ