Sunday, April 12th, 2020




ইমাম, মুয়াজ্জিন ও নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে খুলনার মেয়রের ত্রাণ বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে খুলনার ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে ওয়ার্ডের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র ২৮ নম্বর ওয়ার্ডের ১৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ মোট চারশত ২৮ জন কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ