Saturday, April 11th, 2020




মানিকগঞ্জে পুলিশ সদস্য ও যুবলীগ নেতা করোনায় আক্রান্ত

মানিকগঞ্জে এক পুলিশ সদস্য ও এক যুবলীগ নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একজন শিবালয় ও অপরজন হরিরামপুর উপজেলার বাসিন্দা। শনিবার সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ পুলিশ সদস্যর করোনার বিষয়টি নিশ্চিত করেছেন। পক্ষান্তরে যুবলীগ নেতার করোনার বিষয়টি সম্পর্কে নিশ্চত করেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মালেক।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এফএএম ফিরোজ মাহমুদ জানিয়েছেন, শিবালয় উপজেলার উথুলী ইউনিয়নের বাসিন্দা করোনায় আক্রান্ত পুলিশ সদস্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় কর্মরত আছেন। গত ৬ এপ্রিল তিনি জ্বর নিয়ে ছুটিতে বাড়িতে আসেন। এরপর তার নমুনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়। তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন কর্ণারে রাখা হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এফএএম ফিরোজ মাহমুদ জানান, ওই ব্যক্তির করোনা নিশ্চিত হওয়ার পর উথুলী ইউনিয়নের ৩,৪,৫ নম্বর ওয়ার্ডের ৮টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে জেলার হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ