Saturday, April 11th, 2020




ফরিদপুর মেডিক্যালে পৌঁছল করোনাভাইরাস পরীক্ষার সরঞ্জাম

করোনাভাইরাস পরীক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছেছে ফরিদপুর মেডিক্যাল কলেজে। তবে পরীক্ষা শুরু হতে সপ্তাহখানেক লেগে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি ছিল। এ নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যালেনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে স্থানীয় এমপি খন্দকার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্তা ব্যক্তিরা নড়েচড়ে বসেন। অবশেষে ফমেক কলেজের চতুর্থ তলায় স্থাপিত হচ্ছে কাঙ্ক্ষিত এই ল্যাব।

ফরিদপুর মেডিক্যাল কলেজের ডা. খবিরুল ইসলাম জানান, অনেকগুলো প্যাকেট এসেছে। শনিবার ঢাকা থেকে এক্সপার্ট এলে তার মাধ্যমে এসব যন্ত্র আমাদের পরীক্ষাগারে স্থাপন করা হবে।

তিনি বলেন, এই ল্যাব স্থাপনে বৃহত্তর ফরিদপুরের মানুষের করোনাভাইরাস পরীক্ষার সুবিধা পাবে।

ফরিদপুর মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. আশরাফুল আলম বলেন, কলেজে তিনজন টেকিনিশিয়ানও রয়েছেন। তাদের প্রশিক্ষণ দিয়ে করোনাভাইরাস পরীক্ষার কাজে নিযুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ